আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা

আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা

 রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ বঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। রবি-সোমবার ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে ফের ঝড়ের সম্ভাবনা। ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে দমকা হওয়া। কালবৈশাখীরও সম্ভাবনা তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় মূলত মেঘলা আকাশ দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নেমে গিয়েছে ।

প্রবল দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ডুকছে বঙ্গোপসাগর থেকে।পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত।এই পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার বাংলা ও অসমের উপর দিয়ে গিয়েছে। এর টানেও প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। প্রবল বৃষ্টিপাত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী ৪৮ ঘণ্টায় অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে শুরু হবে দক্ষিণের কর্ণাটক, কেরালাতেও ভারী বৃষ্টি।

হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশের একাংশ ও বিদর্ভ এলাকায় চলছে তাপপ্রবাহ। বৃহস্পতিবারই উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে ২৪ ঘণ্টা পর থেকে পঞ্জাব-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে সর্বোচ্চ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার বদল। যদিও বিদর্ভেও তাপপ্রবাহ চলবে ৪৮ ঘণ্টা ৷  তারপর বৃষ্টি শুরু হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password