বাথরুমের ছাদে লুকিয়ে ছিলেন এক নম্বর আসামি

বাথরুমের ছাদে লুকিয়ে ছিলেন এক নম্বর আসামি
MostPlay

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এক নম্বর আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শেরে বাংলা নগর থানার সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় গ্রেপ্তার এড়াতে নিজের বাসার বাথরুমের ফলস ছাদে লুকিয়ে ছিলেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিযানে অংশ নেয়া একাধিক পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. ফরিদুল ইসলাম বলেন, এমভি ময়ূর-২ এর মালিক ও কর্মচারীরা দায়িত্বে অবহেলা ও বেপরোয়া আচরণের পাশাপাশি পরিকল্পিতভাবে এ দুর্ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের প্রয়োজন। এ ঘটনায় ৩০ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপরই আসামিদের ধরতে তৎপর হয় নৌ পুলিশ।

জানা গেছে, ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এক নম্বর আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বুধবার রাতে ছোয়াদ সোবহান বাগের তল্লাবাগ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান পরিচালনা করা হয়।

প্রায় আধ ঘণ্টা ইন্টারকমে ফোন করার পর একপর্যায়ে তার স্ত্রী জানান, বাসায় তিনি ছাড়া আর কেউ নেই। তারপরও গেট খোলার জন্য নৌ পুলিশ ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। প্রায় ঘন্টাখানেক পর গেট খোলা হয়। নৌ পুলিশ তল্লাশি করতে চাইলে ছোয়াদের স্ত্রী জানান, সে বাসায় নেই। তল্লাশির এক পর্যায়ে বাথরুমের ফলস ছাদ থেকে ছোয়াদকে গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এক নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করে নৌ পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password