পেটে থাকা কন্ট্রাসেপটিভ বা কপার টি হাতে নিয়েই জন্ম নিল সদ্যজাত

পেটে থাকা কন্ট্রাসেপটিভ বা কপার টি হাতে নিয়েই জন্ম নিল সদ্যজাত
MostPlay

কপারটি থাকা সত্ত্বেও দু'বছর পর ওই মহিলা ফের গর্ভবতী হয়ে পড়েন।

দুই বছর আগে অবাঞ্ছিত প্রেগনেন্সি আটকাতে ভিয়েতনামের এক ৩৪ বছর বয়সী মহিল নিজের ভ্যাজাইনাতে কপার টি বসিয়ে নেন। এটি এক ধরণের কন্ট্রাসেপটিভের কাজ করে। যা ভ্যাজাইনাতে বসিয়ে দেওয়া হয় ছোট্ট অপারেশন করে। যাতে মহিলা ফের গর্ভবতী না হয়ে পড়েন।

তবে কপারটি থাকা সত্ত্বেও দু'বছর পর ওই মহিলা ফের গর্ভবতী হয়ে পড়েন। এবং ভিয়েতনামের হাসপাতালে তিনি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। তবে জন্মের পর শিশুটিকে দেখে সকলে চমকে যান। কারণ সদ্যজাতের হাতে ধরা রয়েছে মায়ের গর্ভে লাগানো কপারটি। কপারের পাতটি হাতে ধরেই জন্মেছে এই শিশু।  ডাক্তাররা বলছেন কপারটি থাকা সত্ত্বেও মহিলা কি করে গর্ভবতী হয়ে পড়লেন তা সত্যিই ভাবার বিষয়। তার চেয়েও আশ্চর্য বাচ্চাটির হাতে রয়েছে ওই কপারটি। এই বাচ্চা রীতিমতো ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password