মসজিদের দরজার কাঁচ ভেঙ্গে স্কুলছাত্রের মৃত্যু

মসজিদের দরজার কাঁচ ভেঙ্গে স্কুলছাত্রের মৃত্যু
MostPlay

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ধান্যদৌল এলাকায় এশার নামাজ পড়তে তাড়াহুড়ো করে মজসজিদে ডুকতে গিয়ে মসজিদের দরজার কাঁচ ভেঙ্গে লাশ হয়ে বাড়ী ফিরলো রিয়াদুল ইসলাম (১৬) নামের এক ১০ শ্রেণীর স্কুল ছাত্র। এঘটনায় রিয়াদুলের পরিবারে ও এলাকায় শোকের মাতম বইছে।
ঘটনাটি গত ১০ মার্চ সোমবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল (উত্তরপাড়া) কালামুড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঘটে। নিহত রিয়াদুল ইসলাম ওই এলাকার জয়দল হোসেনের ছেলে। পরিবারে পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে রিয়াদুল ছিলো সবার ছোট। সে ধন্যদৌল আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।
এ ব্যাপারে রিয়াদুল ইসলামের মা হোসনেয়ারা বেগম ও এলাকাবাসী জানান, রিয়াদুল ইসলাম সব সময় মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় পড়তো। প্রতিদিনের ন্যায় সে গত সোমবার রাতে এশার নামাজ আদায় করতে মসজিদে গিয়ে দেখে নামাজ শুরু হয়ে গেছে। রিয়াদুল জামাতের সাথে নামজ আদায় করতে দোড়ে মসজিদে ডুকতে গিয়ে থাই দরজায় ধাক্কা খায়। এতে থাই দরজার কাঁচ ভেঙ্গে রিয়াদুলের মাথা ভিতরে ডুকে যায় এবং বাকি কাঁচ ভেঙ্গে তার উপরে পরে। এসময় তার গলা কেটে সে মারাক্ত ভাবে আহত হয় এবং ঘটনাস্থলে পরে কাতরাতে থাকে। এ ঘটনা দেখে মসজিদের মুসল্লিরা তাকে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। কুমেক হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াদুলকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা রিয়াদুলের মরদেহ একইদিন রাতে কুমেক হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে। গতকাল ১১ মার্চ মঙ্গলাবার বাদ যোহর ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ প্রঙ্গনে নামাজের জানাযা শেষে রিয়াদুলের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password