পেঁয়াজ থেকে সালমোনেলার সংক্রমণ,আক্রান্ত ৪২টি দেশ

পেঁয়াজ থেকে সালমোনেলার সংক্রমণ,আক্রান্ত ৪২টি দেশ
MostPlay

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে জর্জরিত বিশ্ব। এ ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এমতাবস্তায় যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্যে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে। এবার পেঁয়াজ থেকে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

সালমোনেলার সংক্রমণে অন্তত কয়েকশত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেও যুক্তরাষ্ট্রে ও কানাডায় এই ব্যাকটেরিয়ার সংক্রমণের ঘটনা ঘটেছিল। সম্প্রতি পোলট্রির হাঁস ও মুরগি থেকে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কথা জানায় মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি)।

এ বছরে এখন পর্যন্ত বিশ্বের ৪২টি দেশ থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সাধারণত ৫ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সীরাই বেশি এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। তবে সময়মতো চিকিৎসা শুরু করতে পারলে এর থেকে দ্রুত সুস্থ হওয়া যায়।

লক্ষণ বা উপসর্গ:

১. সাধারণত জ্বর, ডায়রিয়া ও পেটে ব্যথা হয়।

২. বিভিন্ন পেশিতে যন্ত্রণা ও মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা যায়।

৩. শরীরে এই ব্যাকটেরিয়া সংক্রামিত হওয়ার ৬ ঘণ্টা পর থেকে থেকে অন্তত ৭ দিন পর্যন্ত সমস্যা বা এই উপসর্গগুলো দেখা যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password