২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯৪৯, মৃত্যু ৩৭ জন

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯৪৯, মৃত্যু ৩৭ জন
MostPlay

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,২৭৫ জন। এছাড়া একই সময়ে আরও ২৯৪৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৭৮,৪৪৩ জন। আজ সুস্থ হয়েছে ১৮৬২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৮২,৪০৬ জন।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।অনলাইন বুলেটিনে বলা হয়, ৭৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় জনের নমুনা পরীক্ষা করা হয়।গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫,৬৩২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৩৬০ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৭২,১৩৪ জন। আর গতকাল আরও ৪১ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,২৩৮ জন।আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password