বিশাল চেহারার প্রাণী ঘুরছে রাস্তায়

বিশাল চেহারার প্রাণী ঘুরছে রাস্তায়
MostPlay

বিশাল আকারের এক  প্রাণীকে ঘিরে মঙ্গলবার আতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বাগপোতা গ্রাম এলাকায়। লকডাউনের কারণে রাস্তাঘাট যখন শুনসান, তখনই প্রকাশ্যে দেখা যাচ্ছে নানা ধরনের প্রাণীকুলকে।

এদিন সে রকমই এক বড়সড় প্রাণীর দর্শন মিলল চন্দ্রকোনা এলাকায়। যা দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, স্থানীয় এক ক্লাবঘরের মধ্যে হঠাৎই এই প্রাণীটিকে দেখতে পায় পথ চলতি মানুষজন। যা দেখে কুমির ভেবে মানুষজন ছুটোছুটি শুরু করে দেয়। জল থেকে কুমির ডাঙায় উঠে এসেছে ভেবে চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে।

খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে আসে। তাঁরা জানায়- কুমির নয়, এই বিরল প্রজাতির এই প্রাণীর নাম বাঘরোল।  মঙ্গলবার যা বাগপোতা গ্রামের একটি ক্লাবের মধ্যে প্রথমে দেখা গিয়েছে। যা দেখতে পেয়ে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, খবর পেয়ে বনদফতরের আধিকারিকরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। যা লালগড় এলাকার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password