বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ

বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ
MostPlay
করোনার প্রাদূর্ভাব মোকাবিলায় নিজের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের নিম্ন আয়ের ভাড়াটিয়াদের এক মাসের ১০ লাখ টাকা মওকুফ করে দিয়েছেন সাভার উপজেলার তেতুঁল ঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়নের বিত্তশালী এবং আত্মীয় স্বজনদের প্রতি নিম্ন আয়ের ভাড়াটিয়াদের বাড়ী-ভাড়া মওকুফের আহ্বান জানান তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে ইউনিয়নের অন্তত ৫০ জন বাড়ী মালিক ২ হাজারেরও বেশী ভাড়াটিয়ার প্রায় ৪০লাখ টাকার বাড়ী ভাড়া মওকুফ করে দিয়েছেন। তার বাবা প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিনের নামে গড়া ফাউন্ডেশনের মাধ্যমে স্থাপন করেছেন নিজস্ব কন্ট্রোলরুম। যেখানে সার্বক্ষনিক চিকিৎসক ছাড়াও হতদরিদ্র-দিনমজুরদের মাঝে বিতরণ করার জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জামাদি এবং ওষধ-পত্র।

মন্তব্যসমূহ (০)


Lost Password