করোনা আতঙ্কের মধ্যে জন্ম নিল ছেলে, নাম রাখা হল..

করোনা আতঙ্কের মধ্যে জন্ম নিল ছেলে, নাম রাখা হল..
MostPlay

কোরনার আতঙ্কে গোটা দেশ লকডাউন চলছে। লকডাউনের সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে দেশের মানুষ। এই লড়াইকে স্মরণীয় করে রাখতে এক দম্পতি তাঁদের সদ্যোজাত ছেলের নাম রাখল ‘লকডাউন’। মধ্যপ্রদেশ শেয়োপুর জেলার ঘটনা।

শেয়োপুর জেলার বাছেরি গ্রামের বাসিন্দা রঘুনাথ মালি ও তাঁর স্ত্রী মঞ্জু। রঘুনাথ পেশায় কৃষক। সোমবার স্থানীয় এক বেসরকারি হাসপাতালে তাঁদের পুত্র সন্তান জন্ম নেয়। হাসপাতালের রেজিস্ট্রারে নাম নথিভুক্ত করার সময় জানতে চাওয়া হলে রঘুনাথ বলেন, ছেলের নাম রাখবেন ‘লকডাউন’।

কেন তিনি ছেলের এমন নাম রাখলেন জানতে চাইলে রঘুনাথ বলেন, এই ২১ দিনের লকডাউনে মানুষের উদ্বেগ, বাঁচার লড়াইকে কুর্নিশ করতে চান তাঁরা। এই অভূতপূর্ব পরিস্থিতিকে মনে রাখতেই তাঁরা ছেলের এমন নাম রেখেছেন। তিনি ও তাঁর স্ত্রী দু’জনেই আলোচনা করে ছেলের এই নাম স্থির করেছেন।

তবে এটাই প্রথম নয় দিন চারেক আগে ছত্তীসগড়ে যমজ সন্তানের নাম ‘করোনা’ এবং ‘কোভিড’ রাখেন এক দম্পতি। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে হয়েছে। তাঁরও লক ডাউনের পরিস্থিতিকে স্মরণীয় করে রাখতে এমন নাম রেখেছেন।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password