মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব
MostPlay

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারীর সন্তান প্রসবের ঘটনা ঘটেছে।রোববার (১৭ মে) সকালে চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন বাজারের একটি দোকানের পাশে কন্যাসন্তান প্রসব করেন ওই নারী। দীর্ঘদিন যাবৎ ওই মহিলা চরবেস্টিন বাজার এলাকা ঘোরাঘুরি করতেন।

স্থানীয়রা জানান, চরবেস্টিন এলাকায় দীর্ঘদিন যাবৎ ঘোরাঘুরি করতো মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারী। সম্প্রতি ওই নারী গর্ভবতী হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা জানান, বিষয়টি খুবই ন্যাক্কারজনক।

স্থানীয় ইউপি সদস্য মো.আনোয়ার মিয়া জানান, রোববার সকালে চরবেস্টিন বাজারে রিপন ডাক্তারের দোকানের পাশেই মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারী সন্তান প্রসব বেদনায় চিৎকার করেন। এ সময় আশ-পাশের মহিলাদের ডাকাডাকি করলে, মহিলারা এসে সেখানেই ওই নারীর সন্তানটি প্রসব করায়।

পরে তিনি (ইউপি সদস্য) বিষয়টি চরমোন্তাজ তদান্তকেন্দের পুলিশকে জানালে, তাৎক্ষণিক পুলিশ এসে ওই মানসিক ভারসাম্যহীন নারী ও তার শিশু-সন্তানকে স্থানীয় বাসিন্দা মো.মীর কাশেমের জিম্মে দিয়ে যান।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.বেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা সেখানে যাই। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছেন। তিনি জানান, স্থানীয়রা অনেকেই বাচ্চাটিকে নিতে আগ্রহ প্রকাশ করেন। পুলিশ আপাতত বাচ্চাটিকে স্থানীয় মো.মীর কাশেম (৬৫) নামে এক ব্যক্তির জিম্মে দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password