অমুসলিমদের তৈরি মিষ্টি খাওয়া যাবে কি?

অমুসলিমদের তৈরি মিষ্টি খাওয়া যাবে কি?
MostPlay

প্রশ্ন : অমুসলিমদের তৈরি মিষ্টি বা খাবার খাওয়া কি জায়েজ?

—মেহেদি হাসান, ময়মনসিংহ।

উত্তর : গোশত ব্যতীত অমুসলিমদের তৈরিকৃত অন্যান্য খাবার নাপাক মেশানোর প্রমাণ না পাওয়া গেলে তা খাওয়া জায়েজ। শুধু শ্রুতিকথার ওপর নির্ভর করে নাজায়েজ বলা যায় না। তবে সন্দেহজনক হলে তা খাওয়া থেকে বিরত থাকা উত্তম।

সূত্র : হিন্দিয়া : ৪/২৭৭, খুলাসাতুল ফাতাওয়া : ৪/৩৪৬, ফাতাওয়া মাহমুদিয়া : ১৮/৩৫)

মন্তব্যসমূহ (০)


Lost Password