২৪ ঘণ্টায় সাড়ে ৬০০০সহ মোট আক্রান্ত প্রায় দেড় লাখ ভারতে

২৪ ঘণ্টায় সাড়ে ৬০০০সহ মোট আক্রান্ত প্রায় দেড় লাখ ভারতে
MostPlay

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এই নিয়ে সেখানে মোট শনাক্ত দাঁড়ালো ১ লাখ ৪৫ হাজার ৩৮০ জনে। আর প্রাণ গিয়েছে মোট ৪ হাজার ১৬৭ জনের।

মঙ্গলবার (২৬ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।সংবাদমাধ্যমটি জানায়, মোট করোনা সংক্রমিত থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮০ হাজার ৭২২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৪৯০ জন।

রাজ্য ভেদে ভারতের মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৫ জনের। ৮৮৮ জন মারা গিয়েছেন গুজরাটে। এছাড়া মধ্যপ্রদেশে ৩০০, পশ্চিমবঙ্গে ২৭৮, দিল্লিতে ২৭৬, রাজস্থানে ১৬৭, উত্তরপ্রদেশে ১৬৫ ও তামিলনাড়ুতে ১১৮ জনের প্রাণ নিয়েছে কোভিড-১৯।

মন্তব্যসমূহ (০)


Lost Password