হত দরিদ্রদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে যশোর জেলা ছাত্রলীগ

হত দরিদ্রদের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে যশোর জেলা ছাত্রলীগ
MostPlay

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ,যশোর থেকে:- বর্তমানে করোনা ভাইরাসের প্রভাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা বিশ্ব বিপর্যস্তের মুখে। চারিদিকে হতাশার চাদরে মোড়ানো এক একটা দীর্ঘ শ্বাস যেন প্রতিনিয়ত বাতাসকে ভারি করে তুলছে। সাধারণ মানুষের ঘর থেকে বের হবার সাহস টুকু আজ সীমাবদ্ধ। এত কিছুর ভিতর দিয়ে নিশ্চিত মৃত্যু জেনেও দিনরাত সাধারণ খেঁটে খাওয়া মানুষের সামান্য হলেও সহযোগিতা করার লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট দেশের সর্বত্র কেন্দ্রীয় সংসদের কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সংসদের নির্দেশে এবং যশোর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদারের পক্ষ্যে হত দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে যশোর জেলা ছাত্রলীগ। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা দিনঅতিবাহিত করছে অনাহারে অর্ধহারে। তারা ঘর থেকে বের হতে পারছেন না।ফলে খাবার সংকটে পড়তে হচ্ছে। এমন অবস্থায় বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য পৌছে দিয়ে  যশোর জেলা ছাত্রলীগ সাধারণ মানুষের প্রশংসা কুঁড়িয়ে চলেছে। খবর নিয়ে জানা যায় যশোর পৌর ছাত্রলীগের যুগ্ম-অাহবায়ক সালাউদ্দীন কবীর পিয়াসের নেতৃত্বে এক ঝাঁক ছাত্রলীগের নেতা ও কর্মীরা যশোর পৌর সভার ভিতরে দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আঁটা ও সাবান বিতরণ করেন। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার সময় নেতারা তাদেরকে স্বাস্থ বিধি সম্পর্কে সচেতন করেন এবং সরকারের নির্দেশনা মেনে চলার জন্যে অনুরোধ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ইউনুস আলী সম্রাট, ছাত্রনেতা আরিফ হোসেন শাকিল, জাফর, অভি, তারিফ, হৃদয়, সুমন সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password