সোলেইমানিকে আগেই মারা উচিৎ ছিল: ট্রাম্প

সোলেইমানিকে আগেই মারা উচিৎ ছিল: ট্রাম্প
MostPlay

ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে কয়েক বছর আগেই হত্যা করা উচিৎ ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ মন্তব্য করেছেন।

শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। এরপর ট্রাম্প শুধু টুইট আমেরিকার পতাকা পোস্ট করেন। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে আরও তিনটি বার্তা পোস্ট করেন।

এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, জেনারেল কাসেম সোলেইমানি বিগত সময় ধরে হাজারো মার্কিনীকে মেরে ফেলেছেন বা গুরুতর আহত করেছেন। এবং আরও বহু মার্কিনীকে হত্যার ছক কষছিলেন... কিন্তু তিনি ধরা পড়লেন। তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে লাখ লাখ মানুষের নিহত হওয়ার কারণ।

অন্য আরেকটি টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, জেনারেল কাসেম সোলেইমানিকে কয়েক বছর আগেই হত্যা করা উচিৎ ছিল।

এছাড়া ট্রাম্প আরেক টুইটে লিখেন, ইরান কখনই যুদ্ধে জিতেনি কিন্তু কোন আলোচনা হারেনি! বিবিসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password