যশোর জেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকের পাশে ছাত্রলীগ নেতা সালাউদ্দীন কবীর পিয়াসের নেতৃত্বে

যশোর জেলা ছাত্রলীগ দরিদ্র কৃষকের পাশে ছাত্রলীগ নেতা সালাউদ্দীন কবীর পিয়াসের নেতৃত্বে
MostPlay

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- যশোর জেলা ছাত্রলীগ এবার শহরের কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া মধ্যগ্রামের আব্দুল খালেক নামের এক দরিদ্র  কৃষকের ১ বিঘা জমির ধান কেঁটে দিয়েছে। 
করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া দরিদ্র কৃষকদের ভোগান্তির শেষ নেই। কৃষকের ভোগান্তির কথা বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহি সংসদ সারা দেশের প্রত্যেকটা ইউনিট কে স্ব স্ব এলাকার কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় কৃষকের ধান কেঁটে দিচ্ছে যশোর জেলা ছাত্রলীগ। এ সময় যশোর পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দীন কবীর পিয়াসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক ইউনুস আলী সম্রাট, ছাত্রনেতা আরিফ হোসেন শাকিল, আরিফ, জাফর, হাসান হোসেন, বিজয়, তন্ময়, সোহেব, ফাহমিদ, সাহিল, তানভির, সোহান, অরূপ, অরন্য, তোহা, সিফাত ,সাজিদ সহ আরো অনেকে।

সালাউদ্দীন কবীর পিয়াস বলেন," আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ভাই, সুযোগ্য সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা ও আমাদের জনতার জননেতা শাহিন চাকলাদার ভাইয়ের নির্দেশে সব সময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।

এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, "আমাদের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ভাইয়ের পরামর্শে দরিদ্র কৃষকের ধান কেঁটে  দিচ্ছি। তাছাড়া  খাদ্য বিতরণ, সচেতনতা সহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যহত রয়েছে। আমরা যারা মুজিব আদর্শ বুকে ধারণ করি তারা মনে করি বর্তমান পরিস্থিতে এমন কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।"

কৃষকের ধান কাঁটা নিয়ে যখন কতিপয় হাতে গোনা বিতর্কিত মানুষের কারণে দলের এই পরিশ্রম, সুনাম প্রশ্নের মুখে তখন যশোর জেলা ছাত্রলীগের এমন নিপূত কাজ দেখে কৃষক আব্দুল খালেকের মত অনেকেই আনন্দিত।

মন্তব্যসমূহ (০)


Lost Password