মিজানুর রহমান আজহারী দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন

মিজানুর রহমান আজহারী দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন
MostPlay

বর্তমান সময়ের আলোচিত ইসলামিক স্কলার ও তরুন প্রজন্মের আইডল মিজানুর রহমান আল আজহারী দক্ষিণ আফ্রিকায় তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য যাচ্ছেন। মিজানুর রহমান আজহারী দক্ষিণ আফ্রিকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন আগামী ১০-২০ এপ্রিল।মাহফিল উপলক্ষ্যে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জোহানসবার্গের মেফিয়ার আল-হামরা কমিউনিটি মতবিনিময় বৈঠকে উপস্থিত হন সকল প্রবাসী সংগঠন।

এ সময় মিজানুর রহমান আল আজহারী জোহানসবার্গ, ফ্রী স্টেইট, পোর্ট এলিজাবেথ ও নর্থওয়েষ্ট প্রভিন্সে বাংলাদেশিদের আয়োজনে চারটি তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর করবেন।

তফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারীর ৪ টি তাফসীর মাহাফিল সম্পন্ন করতে যে টাকা ব্যয় হবে, পুরো টাকা দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা ব্যয় করবে।

এদিকে আজহারীর আগমন উপলক্ষে তাফসীর মাহফিল বাস্তবায়নে আমজাদ হোসেন চয়ন, মো. মোশাররফ হোসাইন, মুমিনুল ইসলাম, মেহরাজ মিয়া, মকসুদ মাওলাসহ ৫জনকে নিয়ে একটি উপদেষ্টা কমিউনিটি তৈরি করা হয়। আলোচনা বৈঠকে সকল ধরণের প্রস্তুতিসহ একটি খসড়া শিডিউল তৈরি করা হয়

মন্তব্যসমূহ (০)


Lost Password