ইরাক ছাড়তে শুরু করেছেন তেল কোম্পানির মার্কিন কর্মীরা

ইরাক ছাড়তে শুরু করেছেন তেল কোম্পানির মার্কিন কর্মীরা
MostPlay

ইরানের সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার জেরে উদ্ভূত পরিস্থিতিতে ইরাক ছাড়তে শুরু করেছেন দেশটির তেল কোম্পানিতে কর্মরত মার্কিন নাগরিকরা।

শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরিভিত্তিতে ইরাক ছাড়ার আহ্বান জানানো হয়। 

তারপর থেকেই দক্ষিণ ইরাকের তেলের শহর বসরায় অবস্থিত তেল কোম্পানিগুলোতে কর্মরত মার্কিন নাগরিকরা ইরাক ছাড়তে শুরু করেন। ইরাকের তেল মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তবে ইরাকি কর্মকর্তারা বলছেন, তেল উৎপাদন, রফতানিসহ অন্য কার্যক্রম এতে বাধাগ্রস্ত হবে না। বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর সংগঠনে (ওপিইসি) দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরাক। 

সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রতি দিন ৪ দশমিক ৬২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে দেশটি।

মন্তব্যসমূহ (০)


Lost Password