আজ দেখা যাবে সুপার পিঙ্ক মুন

আজ দেখা যাবে সুপার পিঙ্ক মুন
MostPlay

চলতি বছরের মধ্যে আজ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে চাঁদ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এই সুপারমুন 'পিঙ্ক মুন' নামেই পরিচিত। বাংলাদেশ সময় বুধবার রাতে এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল চাঁদ

দেখা যাবে।

এমনিতে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। কিন্তু বুধবার এই দূরত্ব কমে হবে ৩ লাখ ৫৬ হাজার কিলোমিটার। ফলে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে চাঁদকে। নিজের কক্ষপথ ধরে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে করতেই একটা নির্দিষ্ট সময় পৃথিবীর সবথেকে কাছাকাছি চলে আসে চাঁদ। সেই সময় আকাশে একটা বিশাল আকারের থালার মতো দেখায় চাঁদকে। একেই বলে সুপার মুন।

গত ২০ বছরে মোট ৭৯টি সুপার মুন দেখা গিয়েছে। অর্থাৎ প্রতি তিন মাসেই একটি করে সুপার মুন দেখা গিয়েছে আকাশে। তাই এই বছরও আরও সুপার মুন দেখা যাবে। তবে বছরে সবথেকে বড় সুপার মুন একটাই হয়। সেটাই হতে চলেছে আজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password