আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে

আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে
MostPlay
মানুষ যখন ঘুমায় করোনা ভাইরাসও তখন ঘুমায়। ঘুমের মাধ্যমে এই ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জমিয়াত উলামা ইসলামের প্রেসিডেন্ট ফজল-উর-রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাক নেতার বক্তব্য সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে।

এক সভায় পাকিস্তানি রাজনীতিবিদ ফজল-উর-রহমান বলেন, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ভাইরাসও ঘুমিয়ে থাকে। আমরা যত ঘুমাব, ভাইরাসও ততই ঘুমিয়ে থাকবে। আমাদের ক্ষতি করতে পারবে না। আমার যখন মরে যাই তখন ভাইরাসও মরে যায়। ফজল-উর-রহমান দাবি করেছেন, এক চিকিত্সক তাকে ওই কথা বলেছেন। এভাবেই একমাত্র করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এই ভিডিওটি শেয়ার করেছেন এক পাক সাংবাদিক। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন ৩ লাখ মানুষ।উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানে করোনায় মৃত্যু হয়েছে ১১০ জনের। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরকম এক পরিস্থিতিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে দুৃসপ্তাহ পর পর লকডাউনে যেতে রাজি নয় পাকিস্তান।

মন্তব্যসমূহ (০)


Lost Password