গ্রেফতার করতে গিয়ে আসামির বাবাকে রক্ত দিলেন পুলিশ কর্মকর্তা

গ্রেফতার করতে গিয়ে আসামির বাবাকে রক্ত দিলেন পুলিশ কর্মকর্তা
MostPlay

চট্টগ্রামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে রক্ত দিলেন পুলিশের এক কর্মকর্তা।
মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী ওই কর্মকর্তার নাম বদিউল আলম। তিনি আকবরশাহ থানার এসআই।
শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামির নাম এমদাদ হোসেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীর নারায়াণপুর গ্রামে।
থানাসূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ অক্টোবর আকবরশাহ থানার কৈবল্যধাম রেললাইন এলাকার রশিদ কলোনিতে ছুরিকাঘাতে খুন হন জসিম উদ্দিন নামে এক যুবক। এমদাদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।
বদিউল আলম জানান, চার মাস ধরে এমদাদ হোসেন আত্মগোপনে ছিলেন। গোপনে জানতে পারি চট্টগ্রাম মেডিকেলে
চিকিৎসাধীন তার বাবাকে দেখতে আসবেন তিনি। তার আসার আগ থেকেই হাসপাতালে গিয়ে ওঁৎ পেতে থাকি। আসার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করি। এ সময় এমদাদ জানায়, তার বাবার অপারেশন হয়েছে। রক্ত সংগ্রহ করতে হাসপাতালে এসেছেন তিনি।
‘তার বাবার রক্তের গ্রুপের সঙ্গে আমার রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তার বাবাকে রক্ত দিই। পরে এমদাদকে আদালতে পাঠানো
হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এসআই আরও বলেন, আমি প্রশংসা হওয়ার জন্য রক্ত দিইনি। তাকে গ্রেফতার করে নিয়ে এলে হয়তো রক্ত জোগাড় করা সম্ভব হবে না। এতে তার অসুস্থ বাবার ক্ষতি হতে পারে। আমার রক্তের গ্রুপ যেহেতু একই তাই রক্ত দিয়েছি।
বদিউল আলম বলেন, আসামির বাবা বিবেচনা নয়, মানুষ বিবেচনায় রক্ত দিয়েছি। এটি ওর বাবা না হয়ে অন্য যে কেউ হলেও রক্ত দিতাম।

মন্তব্যসমূহ (০)


Lost Password