করোনার ভয়ে বেশি করে মদ খাচ্ছেন ইরানিরা

করোনার ভয়ে বেশি করে মদ খাচ্ছেন ইরানিরা
MostPlay

মদ্যপানে করোনাভাইরাসের ঝুঁকি কমে এমন তথ্যের ভিত্তিতে ইরানের নাগরিকরা বেশি করে মদ্যপান শুরু করেছেন।  ফলে বিষাক্ত এলকোহল সেবনের কারণে অনেক রোগীর মৃত্যু হচ্ছে দেশটিতে।  

 

রাজধানী তেহরানের এক হাসপাতালের কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে হাসপাতালে বিষাক্ত মদ পানে অসুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

শাহিন শাদনিয়া নামের ওই কর্মকর্তা ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছিলেন যে, কিছু ক্ষেত্রে মিথানল সমৃদ্ধ বিষাক্ত অ্যালকোহল পান রোগীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৯৭৯ সালে অ্যালকোহলিক স্পিট, ওয়াইন এবং বিয়ার পান নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেশটির অনেক লোক নিয়মিত ভদকা এবং অন্যান্য মদ পান করে থাকেন। তারা এগুলো বাড়িতে কিংবা গোপনে পান করে থাকেন

মন্তব্যসমূহ (০)


Lost Password