১৫ ফুট লম্বা এক কিম্ভূত প্রাণীর দেহ ভেসে এল সৈকতে

১৫ ফুট লম্বা এক কিম্ভূত প্রাণীর দেহ ভেসে এল সৈকতে
MostPlay

এমন দেখতে প্রাণীর দেখা মেলেনি আগে। হঠাতই সমুদ্র পারে খোঁজ মিলল তার। তবে জীবন্ত নয়, মৃত। অদ্ভূত সেই প্রাণীর ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। আর ব্রিটেনের সমুদ্রপাড়ের ওই মৃত প্রাণীর দেহ ঘিরে জোর শোরগোল পড়েছে।

জানা গিয়েছে, ব্রিটেনের আইন্সডেল সমুদ্র সৈকতে প্রায় ১৫ ফুট লম্বা ওই রহস্যময় প্রাণীকে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। প্রতিদিনই তিনি ওই পথে পায়চারি করেন। হঠাতই এক সকালে সৈকতে পড়ে থাকতে দেখেন ওই কিম্ভূত দেখতে প্রাণীর মৃতদেহ। প্রাণীটিকে দেখামাত্রই ভয়ে পেয়ে যান তিনি। খবর দেন বাকিদের। তাঁরাও এসে ওই প্রাণীর দেহ দেখে আতঙ্কে ভুগতে শুরু করেন।

যিনি প্রথম ওই প্রাণীর দেহটি দেখতে পান সেই ব্যক্তি জানিয়েছেন, গত ২৯ জুলাই সৈকতে প্রাণীটির দেহ পড়ে থাকতে দেখেন তিনি। অত্যন্ত দুর্গন্ধ‌ বের হচ্ছিল দেহটি থেকে। তাঁর কথা অনুযায়ী, প্রাণীদের চারটি পায়ের কাছে চারটি পাখনার মতো দেখতে অঙ্গ ছিল। আকারে প্রায় ১৫ ফুট দীর্ঘ ছিল প্রাণীটি। তার হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিমত, দেখে মনে হচ্ছিল একটি প্রাণীর সঙ্গে আরও একটি প্রাণী জুড়ে আছে।ইতোমধ্যে প্রাণীটির ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যা মিডিয়ায়। যা দেখে অনেকেরই দাবি, প্রাণীটি আসলে উলি ম্যামথ। কেউ কেউ আবার প্রাণীটিকে সিন্ধুঘোটক বলেও দাবি করেছেন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই বানটানে ভারত মহাসাগরের একটি অংশে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়ে দানবীয় বিশালাকার আরশোলা উদ্ধার হয়। যা একটি নয়া প্রজাতি। প্রথমে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা এলাকায় এই প্রাণিটিকে প্রথম পাওয়া গিয়েছিল। এবার ফের তাকে খুঁজে পাওয়া যায়। প্রথমে দেখে মনে হয়েছিল, জীবটি যেন মাথায় হেলমেট পরে রয়েছে। প্রাণীটির নাম দেওয়া হয়েছে, 'বাথিনোমাস রাক্ষসা'। আসলে বাথিনোমাস রাক্ষসা এক ধরনের বিশালাকার জীব। বাথিনোমাস প্রজাতির এই জীবের শরীরে প্রায় ২০ ধরনের স্পিসিজ রয়েছে। কাঁকড়া, লবস্টার এবং স্রিম্প জাতীয় প্রাণীর সঙ্গে এর মিল রয়েছে এই প্রজাতিটির। এরা মাংশাসী হয়ে থাকে। জলের এক বিশালাকার পোকা হল এই বাথিনোমাস রাক্ষসা।এগুলো সাধারণত একটা পায়ের পাতার মাপের হয়ে থাকে। যদিও ৫০ সেন্টিমিটার সাইজেরও হয়ে থাকে। তবে, সেগুলির পরিমাণ কম। পশ্চিম অ্যাটলান্টিক মহাসাগরে ৩৩ সেন্টিমিটারের সমুদ্র আরশোলা অসংখ্য রয়েছে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password