গর্তের মধ্যে ছুড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতদের দেহ

গর্তের মধ্যে ছুড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতদের দেহ
MostPlay

আনলক ওয়ান থেকে আনলক টু শুরু হয়েছে সবে। কিন্তু করোনায় লাগাম পড়ানো যাচ্ছে না গোটা দেশে। বিশ্বের মধ্যে আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত-সহ সব রাজ্যেই দ্রুত গতিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু করোনায় মৃতদের দেহ যেভাবে কর্নাটকে গর্তের মধ্যে ছুড়ে ফেলা হচ্ছে, তাতে শিউড়ে উঠেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতেই দেখা গিয়েছে ওই দৃশ্য।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারি জেলায়। উল্লেখ্য, সেখানেই থাকেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং। ভিডিয়োটি ট্যুইটারে শেয়ার করেছেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। তিনি লিখেছেন, 'করোনায় মৃতদের দেহ এভাবে ছুড়ে ফেলার দৃশ্য অত্যন্ত অমানবিক। এই দৃশ্য থেকেই স্পষ্ট কর্নাটক সরকার কীভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্যে সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।'

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, PPE পরে কয়েকজন ব্যক্তি কালো প্লাস্টিকে মোড়া বেশ কয়েকটি দেহ গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিচ্ছেন। তাঁদের একজনকে বলতে শোনা যাচ্ছে, 'এখানে আটটা দেহ ফেলে কাজ মিটিয়ে ফেলি।' এক প্রত্যক্ষদর্শী জানান, ওই একটি গর্তে অমানবিকভাবে আটটা দেহ ছুড়ে ফেলা হয়। ডাম্পারে করে চাপিয়ে আনা হয়েছিল দেহগুলি।

ঘটনার ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়ে যায়। বল্লারি জেলার ডেপুটি কমিশনার এস এস নকুল ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। ভেঙে দেওয়া হয়েছে এই কাজে নিযুক্ত দলটিকেও। এস এস নকুলের কথায়, 'জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি বল্লারি জেলায় ঘটেছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মৃতদের পরিবারের কাছে শর্তহীনভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।'

উল্লেখ্য, কর্নাটকে এখনও পর্যন্ত ১৫২৪২ জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। মৃত্যু হয়েছে ২৪৬ জনের। অবশ্য করোনায় মৃতদের দেহ নিয়ে এর আগেই দেশের বিভিন্ন রাজ্যে থেকে অভিযোগ উঠেছে। গুজরাত, দিল্লি, মহারাষ্ট্রেও হাসপাতাল কিংবা শেষকৃত্যের ক্ষেত্রে অমানবিকতার ছবি দেখা গিয়েছে।
 

https://twitter.com/i/status/1277953828541759494

মন্তব্যসমূহ (০)


Lost Password