পুরুষাঙ্গের টিউমার অপারেশন, কবিরাজের বাড়িতেই রোগীর মৃত্যু

পুরুষাঙ্গের টিউমার অপারেশন, কবিরাজের বাড়িতেই রোগীর মৃত্যু
MostPlay

হাতুড়ে কবিরাজের অপারেশনে সুন্দরগঞ্জে আব্দুল জলিল মিয়া ( ৫০) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৯ ফেব্রয়ারি) বিকেলে এ ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

 

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার উত্তর কঞ্চিবাড়ি গ্রামের মনির উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানায়, নিহত আবদুল জলিল মিয়া দীর্ঘদিন ধরে পুরুষাঙ্গের উপরিভাগে একটি টিউমারের সমস্যায় ভুগছিলেন। এ রোগ থেকে মুক্তি পেতে তিনি কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে আসছেন। শুক্রবার বিকেলে আবদুল জলিলকে ডেকে নিয়ে টিউমারের অপারেশন করেন। অপারেশনের কয়েক মিনিটের মধ্যে আবদুল জলিল অসুস্থ হয়ে পড়েন। পরে কবিরাজের বাড়িতেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের ভাতিজা বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

হাতুড়ে কবিরাজ ছদ্দি মিয়া পশ্চিম বেলকা গ্রামে শ্বশুর ইছাহাক আলীর বাড়িতে থেকে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছেন। 

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কবিরাজ পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password