ভয়ে তাকাচ্ছেও না কেউ, ‘করোনা’ বিয়ারের ব্যবসায় ধস

ভয়ে তাকাচ্ছেও না কেউ, ‘করোনা’ বিয়ারের ব্যবসায় ধস
MostPlay

করোনাভাইরাস আতঙ্কে বড়সড় ক্ষতির মুখে পড়েছে বহুজাতিক পানীয় প্রতিষ্ঠান ‘এবিইনবেভ’। ভাইরাসটি ছড়ানোর পর দুই মাসে বেলজিয়ামভিত্তিক এ কোম্পানির ক্ষতি হয়েছে প্রায় ১৭০ মিলিয়ন ডলার (১ হাজার ৪৪১ কোটি টাকারও বেশি)।

‘করোনা’ নামে একটি বিয়ার বাজারে রয়েছে ‘এবিইনবেভ’র। মূলত এই বিয়ার নিয়েই সবচেয়ে বেশি ব্যবসায়িক বিপর্যয়ে পড়তে হয়েছে পানীয় প্রতিষ্ঠানটিকে।

সংবাদমাধ্যম জানায়, ‘করোনা’ বিয়ার যুক্তরাষ্ট্রে অত্যন্ত জনপ্রিয়। বাজারে এর চাহিদাও ছিল ব্যাপক। কিন্তু জানুয়ারির শুরুর দিকে চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ভাটা পড়ে এই বিয়ার বিক্রিতে। এর জেরে ২০২০ সালের প্রথম দুই মাসেই ‘এবিইনবেভ’র ক্ষতি হয়ে গেছে ১৭০ মিলিয়ন ডলার।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, করোনাভাইরাস ছড়ানোর পর ‘করোনা’ নামে বিয়ারটি নিয়ে সাধারণ মানুষ নানান মজার ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয় ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় সেসব ভিডিও প্রচুর শেয়ারও হয়। এতে বিয়ারটির ব্যাপারে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।

একটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, একসময়ের জনপ্রিয় বিয়ার ‘করোনা’র বিক্রি দুই বছরের মধ্যে এবারই সর্বনিম্ন। এ কারণে বিদায়ী সপ্তাহে নিউইয়র্কে ওই কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে ৮ শতাংশ।

বিয়ারের মধ্যে গিনেস ও হেইনেকেনের পর ‘করোনা’ আমেরিকার তৃতীয় জনপ্রিয় ব্র্যান্ড হলেও ভাইরাসের নামে এর নাম হওয়ায় শঙ্কিত কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।

বছরের শুরুতেই এত বড় ক্ষতির পর তাদের আশঙ্কা, যেভাবে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ হারাচ্ছে, তেমনি তাদের ব্যবসায় আরও বিপর্যয় নামতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চীনসহ বিশ্বের অন্তত ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৮৭ জন মারা গেছেন।

চীনে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও বিপরীত চিত্র বাইরের দেশগুলোতে। এরই মধ্যে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে অন্য দেশগুলোতেও।

বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: [email protected] ই-মেইলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password