চীনে লকডাউন তুলে নেয়া হল

চীনে লকডাউন তুলে নেয়া হল
MostPlay
বন্দিদশায় ছিলেন ১১ মিলিয়ন মানুষ। লকডাউনের জেরে স্তব্ধ ছিল চীনের উহান শহর। রাস্তাঘাট ছিল শুনশান। চীনের হুবেই প্রদেশের এই শহরকেই করোনাভাইরাসের উত্পত্তস্থল বলা হয়েছিল। এখান থেকেই সারা বিশ্বে মারণ ভাইরাস ছড়াতে শুরু করেছিল। গত ডিসেম্বর মাস থেকে উহানে আগুনের মতো ছড়াতে শুরু করে করোনা। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে চীন প্রশাসন উহানে অনির্দিষ্টকালীন লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তবে একইসঙ্গে করোনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়েছে চিন। শেষ পর্যন্ত উহান শহর থেকে লকডাউন উঠল। সাত সপ্তাহ পর। চীনের স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও চীনের সংবাদমাধ্যম বলছে, প্রশাসন অনেক তথ্য গোপন করছে। করোনা মারা গিয়েছেন প্রচুর মানুষ। কিন্তু চিনের প্রশাসন এত মানুষের মৃত্যুর খবর গোপন করেছে। চীন প্রশাসন জানিয়েছে, ৮৮ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৭৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। এই পরিসংখ্যানের উপরও বিশ্বাস রাখছে না চীন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম। চীনে সব থেকে বেশি আক্রান্ত ছিল উহান শহরে। তবে গত কয়েকদিনে সেখানে নতুন করে কারও আক্রান্ত হওয়ার খবর ছিল না। পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে দেখে লকডাউন তুলে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। লকডাউন উঠলেও উহান শহরের সাধারণ মানুষকে প্রশাসনের দেওয়া কয়েকটি নির্দেশ মেনে চলতে হবে। তবে যেভাবে এই শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল তাতে কবে যে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। কিন্তু চিনের প্রশাসন শুরু থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। যার ফলে নতুন করে সংক্রমণ ঠেকাতে পেরেছে তারা। সম্পূর্ণ লকডাউন করে শহরের আর সংক্রমণ বাড়তে দেয়নি তারা। তবে উহান শহরের সেই বিতর্কিত পশুর মাংসের বাজার আবার খু্‌লেছে। সেখানে বাদুড়, কুকুর, বিড়াল ইত্যাদির মাংস বিক্রি হচ্ছে দেদার।

মন্তব্যসমূহ (০)


Lost Password