দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ
MostPlay

দিনাজপুর থেকেঃ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা ও সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাংবাদিক সমাজ।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে দিনাজপুর প্রেসক্লাবের সামনে দিনাজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচীতে অংশ নেয়।  মানববন্ধনে বক্তারা বলেন, ‘৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও ডিবিসি নিউজের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সোহেল তালুকদারসহ সারাদেশের বিভিন্ন সময় সংবাদকর্মীদের উপর হামলাসহ সাংবাদিক নির্যাতন, হয়রানি ও সাংবাদিকদের উপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।

সাংবাদিকরা সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু সাংবাদিকদের উপর যখন নির্যাতন, হামলা ও হয়রানি করা হয় তখন সমাজ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। সাংবাদিকরা তাদের কলমে মাধ্যমে দেশের বিভিন্ প্রকার অনিয়ম, দুর্নীতির খবর প্রকাশ করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

মানববন্ধনে সাংবাদিক নির্যাতন, সাংবাদিকের উপর হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা। এ সময় প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ও কলামিষ্ট আজহারুল আজাদ জুয়েলসহ অন্যরা ্বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, ‘সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যে ভূমিকা পালন করে সেই দায়িত্ব ও কর্তব্য পালন করতে যারা বাঁধা প্রদান করে তাদের বিচারের আওতায় আনা হোক। সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত ঘটনাবলি তুলে আনা সম্ভব। আইন করে কিংবা নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না। এজন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান সাংবাদিকরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password