৪১ বছর লেগে গেছে ছাগল চোরকে ধরতে

৪১ বছর লেগে গেছে ছাগল চোরকে ধরতে
MostPlay

একটা ছাগল চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরতে লেগে গেল এক আধ বছর নয় একেবারে ৪১ বছর। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম ত্রিপুরায়। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ছাগল চুরির অভিযোগে ৪১ বছর ধরে খুঁজছিল বাচ্চু কাউল নামে এক ব্যক্তিকে। ছাগলটির দাম অবশ্য তখন খুব বেশি ছিল না।দাম ছিল মাত্র ৪৫ রুপি। সেই ৪৫ রুপি দামের ছাগল চুরিতে অভিযুক্তকে ধরতে পুলিশের লেগে গেণ ৪১ বছর। অবশেষে শুক্রবার গভীর রাতে পশ্চিম ত্রিপুরার মেখলিপাড়া চা বাগান থেকে পুলিশ গ্রেফতার করেছে বর্তমানে ৫৮ বছর বয়সি বাচ্চুকে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,বাচ্চুকে নিম্ন আদালতে পেশ করা হবে ও তার কমপক্ষে সাত দিন পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হবে।

অভিযুক্ত সম্পর্কে পুলিশ জানিয়েছে, ১৯৭৮ সালে পশ্চিম ত্রিপুরা জেলার রানির বাজারে বাচ্চু ও তার বাবা মোহন কাউল একটা ছাগল চুরি করেছিল। তার বাবা ১৮ বছর আগেই মারা যায়। যদিও সপুত্র ফেরার ছিল। পুলিশ চুরির অভিযোগ সম্পর্কে আরো বলেছে, ১৯৭৮ সালের যে ছাগল চুরির অভিযোগ উঠেছিল বাচ্চু বিরুদ্ধে সেই ছাগলের দাম ছিল তখন মাত্র ৪৫ রুপি। যার বাজার মূল্য বর্তমানে প্রায় ৩০০০ রুপি।

মন্তব্যসমূহ (০)


Lost Password