বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ উদ্বোধন
MostPlay

বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের ম্যধ্যে দিয়ে মাঠে গড়ালো বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। আজ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের খেলার মাঠে এ উপলক্ষ্যে জমকালো কনসার্টের আগে গেমস উদ্বোধন ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে.আব্দুল মোমেন। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

দেশের সরকারী ও বেসরকারী মিলিয়ে ১০১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে ৬৮৭টি পদকের জন্য নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী ক্রীড়াবিদ ১২০০ জন। যে ১২টি ডিসিপ্লিনের খেলাগুলো হচ্ছে- অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, সাইক্লিং, সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডি।

 

শেষ দু’টি ডিসিপ্লিন এবারই প্রথম যোগ হয়েছে এই গেমসে। ৬৮৭ টি পদকের জন্য ৪২টি ইভেন্ট হবে। এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় পাবে সেরার স্বীকৃতি।

একজন করে নারী ও পুরুষ হবেন গেমসের সেরা খেলোয়াড়। মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব ভেন্যুতে দেড় মাসব্যপী চলবে এই গেমস। ১৮ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পোলারের পৃষ্ঠপোষকতায় এই গেমসের সার্বিক ব্যবস্থাপনায় আছে স্পেল বাউন্ডলিওবার্নেট।

বিডিটাইপ সংবাদের লেখক হতে পারেন আপনিও। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো ঘটনা, ভ্রমণ অভিজ্ঞতা, ক্যাম্পাসের খবর, তথ্যপ্রযুক্তি, বিনোদন, শিল্প-সংস্কৃতি ইত্যাদি বিষয়ে লেখা পাঠান: [email protected] ই-মেইলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password