আমি বিকাশ থেকে বলছি’ বলা প্রতারক আটক

আমি বিকাশ থেকে বলছি’ বলা প্রতারক আটক
MostPlay

মোবাইলের ম্যাসেজে পাঠানো লিংকে ক্লিক অথবা কোডটা জানিয়ে দিলেই ঘটে সর্বনাশ। বিকাশ একাউন্টে থাকা পুরো টাকা হয়ে যায় গায়েব। এমন ঘটনার শিকার হয়ত অনেকেই হয়েছেন। আর এইসব প্রতারকদের একটাকে ধরেছে র্যাব।
র্যাব-৩ কার্যালয়ে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।
প্রতারক চক্রের মূলহোতা সোহেল আহম্মেদ (৩৬) কে বিশেষ অভিযানে আটক করা হয়। এই প্রতারক সোহেল সিমকার্ড, মাল্টিসিম গেটওয়ে ও উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ক্লোনিং ও স্পুফিংয়ের মাধ্যমে জালিয়াতি করতো।
লে. কর্নেল রকিবুল হাসান জানান, মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টদের নির্দিষ্ট পরিমাণ কমিশন দিয়ে বিভিন্ন গ্রাহকদের বিকাশ একাউন্ট সম্বলিত মোবাইল নম্বর সংগ্রহ করতো সোহেল। এরপর মোবাইল ব্যাংকিং অফিসের নম্বর ক্লোন করে গ্রাহকদের ফোন দিতো। গ্রাহকদের মেসেজের মাধ্যমে লিংক পাঠাতেন অথবা বিভিন্ন কোড ডায়াল করতে বলতেন। গ্রাহকরা যখনই লিংকে ক্লিক করতেন ঠিক তখনই অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নিতো চক্রটি।
লে. কর্ণেল রকিবুল আরও জানান, ‘চক্রটিকে ধরার জন্য আমরা বিশেষ পরিক্লপনা গ্রহণ করি। তারপর কৌশলে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মিরপুর-১ এর সি-ব্লকের ১৯ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করি। এসময় তার প্রতারনার কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, একটি মাল্টিসিম গেটওয়ে, একটি সিগন্যাল বুস্টার, তিনটি মডেম এবং বিপুল পরিমাণ সিমকার্ড ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
একই সাথে তিনি জানান, সোহেলের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও ধরতে আমাদের অভিযান অব্যহত আছে। প্রতারণা করে যা টাকা আয় করে মাদক সেবন করেই সব শেষ করে দেয় সোহেল। জিজ্ঞাসাবাদে সে জানায়, ২০১৭ সাল থেকে সে এ কাজের সঙ্গে জড়িত।

মন্তব্যসমূহ (০)


Lost Password