ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন
MostPlay

ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিল, সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ, মুসলিম গণহত্যা বন্ধ ও বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম সমাজ নামক একটি সংগঠন।

সোমবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ সব দাবি জানায় সংগঠনটি।

 

মানববন্ধনে বক্তার বলেন, ‘ভারতের বিতর্কিত আইন এনআরসি ও সিএএর মাধ্যমে ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে। যার মাধ্যমে এ অঞ্চল সাম্প্রদায়িক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইতিমধ্যে ভারতের নয়াদিল্লিসহ অনেক রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় অগণিত মুসলিমদেরকে নির্যাতন ও হত্যা করা হয়েছে।’

বক্তারা আরও বলেন, ‘ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে অসহায় মুসলিম সম্প্রদায় আজ মানবেতর জীবনযাপন করছে। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে ভারতের এই হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হোক।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ডা. মুহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- মহাসচিব মাসুম হোসাইন, বাংলাদেশ কুরআনিক পার্টির চেয়ারম্যান শাইখুল কুরআন শাহ ওয়ালি উল্লাহ ফরহাদ, বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খান, কেন্দ্রীয় সদস্য মহসিন হোসেন মেলকার, হাসমত উল্লাহ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password