শেষ হলো ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০, Technofair IT

শেষ হলো ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০, Technofair IT
MostPlay

৫-জিসহ নতুন তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচয় করে দেয়ার মধ্য দিয়ে শেষ হলো ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপের দাবি জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

দেশের তরুণসহ সব বয়সীদের পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট ৫জি ও ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। বৃহস্পতিবার শুরু হওয়া তিনদিনের এ মেলায় অংশ নেয় তথ্যপ্রযুক্তি ও আইএসপিসহ ৮২টি প্রতিষ্ঠান।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্পে টেকনোফেয়ার আইটি লি: “CATV Analog সিস্টেম-কে ডিজিটাল রুপান্তরে” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ইতিমধ্যে এই সেক্টরে তাদের অনেক দিনের পথচলা, অগ্রগতি ও সফলতা অনেকখানি। তথাপি পর্যাপ্ত প্রচার-প্রচারনা না থাকায় অনেকেই এ বিষয়ে জানতে পারেন নি।

“টেকনোফেয়ার” বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা গতানুগতিক চায়না ভিত্তিক ইকোনমিক হেডেন্ড-এর পাশাপাশি ইউরোপ-আমেরিকা সহ বিশ্বখ্যাত ব্রান্ড: হারমোনিক, টেলিস্টি লুমিনাথো, লুমেনটেক, এষ্ট্রো, এপিয়ারটিভি, ক্যাবলওয়্যল্ড, উইসি, এরিকসন, এটিএক্স, ব্রাভো ইত্যাদী প্রফেশনাল হেডেন্ড নিয়ে কাজ করে থাকে।

সম্প্রতি বাংলাদেশের সবথেকে বেশি চ্যানেলের (৩৫০ চ্যানেল, পে-চ্যানেল ১০৪-টি) হারমোনিক লেটেষ্ট মডেল এনএসজি ৯০০০-৪০জি ও লুমেনটেক বেজ্ড যুগান্তকারী এই হেডেন্ড এর কাজ সম্পন্ন করে। এই হেডেন্ড-এ যুগোপযোগী প্রযুক্তি ও মেশিনারি সন্নিবেশিত হয়েছে। প্রফেশনাল হেডেন্ড এর মানদন্ডে সংযোজিত হয়েছে এডিশনাল ব্যাকআপ কুয়াম, সেপারেট মাক্স ও স্ক্রামবেলার, মাল্টিভিউ মনিটরিং ও টিএস এনালাইজার। ব্যাকবোন, এনএমএস , 4K ওডিও-ভিডিও কানেকটিভিটি ও অন্যান্য যন্ত্রাদী ব্যাবহার করা হয়েছে সুইজারল্যান্ড ও তাইওয়ান ভিত্তিক কম্পানির।

এবারের আয়োজনে প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সাড়া পেয়েছেন অংশগ্রহণকারীরা। তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ হতে এমন আয়োজনের বিকল্প নেই বলেও জানান তারা।

শনিবার মেলার সমাপনি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, একসময় সব পণ্যই আমদানি নির্ভর ছিল দেশ। বর্তমানে দেশীয়ভাবে কম্পিউটার তৈরি করায় কম্পিউটার পণ্য আমদানিতে শুল্ক আরোপ করার দাবি জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password