করোনার সংক্রমণ রাজধানীতে বেড়েই চলেছে

করোনার সংক্রমণ রাজধানীতে বেড়েই চলেছে
MostPlay

প্রায় সারাদেশেই সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের। এরমধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ৭৫ জন শনাক্ত হয়েছে ঢাকায়। রাজধানীর যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তারমধ্যে মিরপুর, বংশাল, ধানমন্ডি, চক বাজার, গেন্ডারিয়া, গুলশাল, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ট, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারী বাজার, তেজগাঁও, উত্তরা ও ওয়ারী অন্যতম।মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী এ বিষয়ে জানা গেছে।

আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী সোমবার (২৫ মে) পর্যন্ত সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুর-১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগে মোট ৫৭৬ জন। এরপর মহাখালী ৩৩৭ জন, মুগদায় ২৯৫ জন, যাত্রাবাড়ী ৩০৭ জন, রাজারবাগে ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮০ জন, কাকরাইলে ২৯৮ জন, আদাবরে ৪৬ জন, আগারগাঁওয়ে ৮৫ জন, আজিমপুরে ৬২ জন, বাবু বাজারে ১৪৩ জন, বাড্ডায় ১২৭ জন, বনানী ৭১ জন, বংশালে ৯৯ জন, বাসাবোয় ৮৮ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৬ জন, চাংখারপুলে ৪৫ জন, চকবাজারে ৭৯ জন, ধানমন্ডিতে ১৪৯ জন, ইস্কাটনে ৫২ জন, ফার্মগেটে ৪৮ জন, গেন্ডারিয়ায় ১০৮ জন, গ্রীনরোডে ৪৯ জন, গুলশানে ৯১ জন, হাজারীবাগে ৭৯ জন, জুরাইনে ৫৩ জন, কল্যাণপুরে ৩৮ জন, চক বাজারে ৭৯ জন, কামরাঙ্গীর চরে ৫৩ জন, খিলগাঁওয়ে ১৫০ জন, কোতয়ালীতে ২৯ জন শনাক্ত হয়েছে।

এছাড়া রাজধানীর লালমাটিয়ায় ৩৯ জন, লালবাগে ১৬২ জন, মালিবাগে ১৩১ জন, মাণ্ডায় ৩৯ জন, মানিকনগরে ৪৫ জন, মিটফোর্টে ৪৬ জন, মগবাজারে ১৯৭ জন, নারিন্দায় ৪০ জন, নিউমার্কেটে ১৪ জন, পল্টনে ৪৯ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ৯৩ জন, রমনায় ৬৩ জন, রাজাবাজারে ৩১ জন, শাহজাহানপুরে ৩৯ জন, শাহবাগে ৮৪ জন, শাখারী বাজারে ৩২ জন, শান্তিনগরে ৫৪ জন, শ্যামলীতে ৮৩ জন, স্বামীবাগে ৫৭ জন, সূত্রাপুরে ৪৭ জন, তেজগাঁওয়ে ১৭৭ জন, উত্তরায় ২১১ ও ওয়ারিতে ৯৪ জনসহ প্রায় সব এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password