সঙ্গী লাপাত্তা একদিন ডেটের পরই

সঙ্গী লাপাত্তা একদিন ডেটের পরই
MostPlay

 প্রথমবার ডেটে যাওয়ার দিনটা দারুণ কেটেছিল। ডেটের আগে মাঝরাত পেরিয়ে গল্প হয়েছিল ফোনে। কিন্তু তারপর একদম নিশ্চুপ হয়ে গেলেন সেই মানুষটি। হঠাৎ করেই। নিজে থেকে ফোন করা দূরে থাক, মেসেজ করলেও তাঁর কোনো উত্তর পাওয়া যায় না। আপনি নিজে থেকে ফোন করলে বেশিরভাগ সময় ফোন বেজে যায়, কিন্তু রিসিভ করেন না?

ডেটের পর সঙ্গী লাপাত্তার ঘটনা অনেক মেয়ের কাছেই পরিচিত। আপনি ভাবতে থাকেন, গোলমালটা হল কোথায়! আমরা কিছু খুব সাধারণ কারণের কথা উল্লেখ করা হলো-

উনি আপনার ফোন নম্বর হারিয়ে ফেলেছেন
এটা হওয়ার সম্ভাবনা যদিও খুবই কম। তবু ধরে নেওয়া যাক, কোনওভাবে আপনার ফোন নম্বরটা মুছে গিয়েছে ওঁর ফোন থেকে। সে ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করুন। তার পরেও ফোন না এলে নিজেই একটা ফোন করুন। তার আচরণ থেকে আপনি বুঝে যাবেন ওঁর মনের ভাব।

উনি সাময়িক একটা রোমান্স খুঁজছিলেন
আপনি যাকে পাকাপাকি সম্পর্কের সূত্রপাত বলে ভাবছিলেন, তা হয়তো ওঁর কাছে নেহাতই সময় কাটানোর একটা উপায় ছিল! ঘনিষ্ঠতাকে ভয় পান, এমন পুরুষের সংখ্যা নেহাত কম নয়। আপনি সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যেতে চাইছেন মনে হলেই ওঁরা জাস্ট ভ্যানিশ হয়ে যেতে চান। এমন পুরুষ যত তাড়াতাড়ি আপনার জীবন থেকে বিদায় হন, ততই ভালো!

উনি হয়তো আকর্ষণ হারিয়ে ফেলেছেন
এমন হতে পারে প্রথম আলাপ পরিচয়, সময় কাটানোটা আপনার উপভোগ্য লেগেছিল, ওঁর তা লাগেনি। সে জন্যই বারদুয়েক ডেটে যাওয়ার পর উনি আর আগ্রহ দেখাচ্ছেন না। এর অর্থ, আপনি সম্পর্কটা থেকে যা আশা করছিলেন, উনি তা করছিলেন না। এর জন্য আপনার মন খারাপ করার কারণ নেই।

উনি হয়তো আত্মসংশয়ে ভুগছেন
আপনার ব্যক্তিত্ব, আপনার উপস্থিতি ওঁকে অস্বস্তিতে ফেলে থাকতে পারে অথবা ওঁর মনে সংশয়ের জন্ম দিয়ে থাকতে পারে এবং সম্ভবত সে কারণেই উনি আর ঘেঁষছেন না। এ ক্ষেত্রে কিছু করার নেই, নিজের জীবনে এগিয়ে চলুন।

মন্তব্যসমূহ (০)


Lost Password