দগ্ধ সাংবাদিক নান্নু, আশঙ্কাজনক

দগ্ধ সাংবাদিক নান্নু, আশঙ্কাজনক
MostPlay

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার ভোররাতে ঘরের ভেতর বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ‘শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটের’ আইসিইউতে তার চিকিৎসা চলছে। 

 

মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান। উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি ওই বাসায় অগ্নিদগ্ধ হয়ে নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, নান্নুর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী পল্লবী জানান, বৃহস্পতিবার নান্নু অফিস থেকে লেটনাইট ডিউটি করে রাত দেড়টায় বাসায় ফেরে। খাবার খেয়ে রাত সাড়ে তিনটা থেকে ভোর চারটার মধ্যে নান্নু আমাদের ছেলে সপ্নীলের রুমের দরজা খুলে ভিতরে ঢোকে। বাতির সুইচ অন করতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে নান্নুর কাপড়ে। নান্নু দগ্ধ অবস্থা বাথরুমে গিয়ে পানি ঢালে শরীরে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে,  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েসনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। মোয়াজ্জেম হোসেন নান্নু ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৭ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password