চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি কৃষককে গুলি করে মারল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি কৃষককে গুলি করে মারল বিএসএফ
MostPlay

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষক ভারতীয় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে।

নিহতের ভাতিজা মাসুদ জানান, তার চাচা জাহাঙ্গীর সকালে সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তিনি মারা যান। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেয় বিএসএফ।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তারা জেনেছেন। এ বিষয়ে বিএসএফকে জানালে তারা গুলি করে হত্যার বিষয়টি অস্বীকার করেছে। তবে এ বিষয়ে খোঁজখবর নিতে ঘটনাস্থলে বিজিবি কোম্পানি কমান্ডারকে পাঠানো হয়েছে। খোঁজ খবর শেষে নিশ্চিত হয়ে বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password