বিশ্বের ‘অতিধনীদের’ মধ্যে বাংলাদেশের ৪০ জন

বিশ্বের ‘অতিধনীদের’ মধ্যে বাংলাদেশের ৪০ জন
MostPlay

গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের ‘অতিধনীদের’ তালিকায় আরো ৩১ হাজার মানুষ যুক্ত হয়েছেন। আর এই তালিকায় রয়েছে ৪০ জন বাংলাদেশি। সম্পত্তি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাইট ফ্রাঙ্ক তাদের প্রতিবেদনে ‘অতিধনীদের’ অতি উচ্চমাত্রার সম্পদশালী ব্যক্তি (ইউএইচএনডব্লিউআই) হিসেবে উল্লেখ করেছে। এদের প্রত্যেকের সম্পদের পরিমাণ তিন কোটি মার্কিন ডলারেরও বেশি। ২০১৯ সালের তুলনায় চলতি বছর তাদের সংখ্যা ৬ শতাংশ অর্থাৎ ৩১ হাজার বেড়ে পাঁচ লাখ ১৩ হাজার ২৪৪ এ দাঁড়িয়েছে। এর মানে হচ্ছে আইসল্যান্ড, মাল্টা বা বেলিজের জনসংখ্যার চেয়েও বিশ্বে এই ‘অতিধনীদের’ সংখ্যা বেশি।

ভারত, মিশর, ভিয়েতনাম, চীন ও ইন্দোনেশিয়ার ধনীরা বিপুল সম্পদ অর্জন করায় ২০২৪ সাল  নাগাদ এদের সংখ্যা ২৭ শতাংশ বেড়ে ছয় লাখ ৫০ হাজার দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটির হিসেবে, বিশ্বে অতি উচ্চমাত্রার সম্পদশালী ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- দুই লাখ ৪০ হাজার ৫৭৫ জন। গত বছর বাংলাদেশে অতি উচ্চমাত্রার সম্পদশালী ব্যক্তি ছিলেন ৪০ জন। ২০২৪ সাল নাগাদ এই সংখ্যা ৪২ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password