মাকে মারধরের অভিযোগ

মাকে মারধরের অভিযোগ
MostPlay

জমি লিখে না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নাসিম উদ্দিন (৩৫) নামে একজনের বিরুদ্ধে তাঁর বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতন সইতে না পেরে ওই মা দুই দিন আগে ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আজ সোমবার দুপুরে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওই মায়ের নাম আরোশা খাতুন (৫৫)। তিনি রানীশংকৈলের রামপুর গ্রামের মৃত রফিজ উদ্দীনের স্ত্রী। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলে ও ছেলের বউ জমি লিখে নেওয়ার জন্য আরোশা খাতুনকে চাপ দিতে থাকেন। ছেলের কথা না শোনায় তাঁকে শারীরিক নির্যাতন শুরু করেন।

স্থানীয় রানীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, আজ দুপুরে আরোশা খাতুন শিবদিঘি এলাকার রানীশংকৈল প্রেসক্লাব কার্যালয়ে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। সে সময় তিনি বলেন, ‘জমি লিখে না দেওয়ায় কয়েক মাস ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি আমাকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে আসছে আমার ছেলে। গত শনিবার (২০ জুন) মারধর করে ডান হাত ভেঙে দেয়। বাম হাত ও শরীরের বিভিন্ন অংশে ধারালো দা দিয়ে আঘাত করে বিভিন্ন জায়গায় জখম করে। নির্যাতন সইতে না পেরে ওই দিনই মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

আরোশা খাতুন সাংবাদিকদের উপস্থিতিতে কথাগুলো যখন বলছিলেন, তখন ছেলে নাসিম উদ্দীন প্রেসক্লাবে এসে তাঁর মাকে বাড়ি নিয়ে যেতে জোরজবরদস্তি শুরু করেন। এ সময় আরোশা খাতুন ছেলের সঙ্গে বাড়ি যাবেন না বলে সাফ জানিয়ে দেন।

প্রেসক্লাব থেকে বাইরে বেরিয়ে ছেলে নাসিম আবারও মায়ের সঙ্গে জবরদস্তি শুরু করেন। একপর্যায়ে নাসিম তাঁকে টানাহেঁচড়া শুরু করেন। ছেলের সঙ্গে পেরে না উঠে তিনি মাটিতে শুয়ে পড়েন। সে সময় নাসিম তাঁর মাকে মারতে গেলে স্থানীয় লোকজন নাসিমের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবস্থা দেখে প্রেসক্লাবে থাকা সংবাদকর্মীরা এগিয়ে এলে নাসিম তাঁদের ওপরও চড়াও হন। এতে সংবাদকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নাসিমকে আটক করে থানায় নিয়ে যায়।

সংবাদকর্মী খুরশীদ আলম জানান, প্রেসক্লাবে এসে ওই মা তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা নিয়ে যান। তিনি এখন সেখানেই চিকিৎসা নিচ্ছেন। ওই মায়ের অভিযোগ, এর আগেও একাধিকবার তাঁর ছেলে তাঁকে মেরেছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর রায় মুঠোফোনে বিডিটাইপকে জানান, নির্যাতনের শিকার হয়ে ২০ জুন আরোশা খাতুন ছেলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, গ্রেপ্তারের পর ছেলে নাসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password