সকল সরকারি অফিস বন্ধ

সকল সরকারি অফিস বন্ধ
MostPlay

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ২৬ মার্চ সরকারী ছুটি এরপর ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ঘোষণা করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বৈঠক চলছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। তিনি নির্দেশনা দিচ্ছেন। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার নয়। এটা সবাই মিলে মোকাবিলা করতে হবে।’

এ সময় তিনি বলেন, স্যোশাল ডিসটেন্সটাই মূল। সবাই মিলে নিরলস কাজ করে যাচ্ছেন।’তিনি বলেন, জনগনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত হয়েছে। ২৬ মার্চ অনুষ্ঠানও বাতিল করেছি আমরা। সবচেয়ে অগ্রাধিকার জনগন। তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এর মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। যেমন নারায়নগঞ্চে আক্রান্ত হয়েছিল তারা কিন্তু সুস্থ হয়েছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password