আমেরিকায় একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত

আমেরিকায় একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত
MostPlay

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে। পাশের উপকূলীয় শহরে ছড়িয়ে পড়েছে ছাই ও ধোঁয়া। মঙ্গলবার দেশটির আমাজন অঞ্চলে অবস্থিত সাঙ্গাই আগ্নেয়গিরিতে এ অগ্নুৎপাত শুরু হয়।

আগ্নেয়গিরিটি দুর্গম অঞ্চলে হওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ধোঁয়ায় ছেয়ে গেছে গুইয়াকুইলসহ বেশি কয়েকটি উপকূলীয় শহর। এক বছরেরও বেশি সময় ধরে আগ্নেয়গিরিটিতে মৃদু অগ্নুৎপাত হচ্ছিল।

তবে বাতাসের গতিবেগ পরিবর্তনের কারণে ছাই ও ধোঁয়া এসে পড়েছে আশপাশের কয়েকটি শহরে। রানওয়ের ছাই পরিষ্কার করার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে স্থানীয় বিমানবন্দরে। দ্রুত পরিষ্কার করা হচ্ছে শহরের সব রাস্তাঘাট ও স্থাপনা। অঞ্চলটিতে করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে এলেও এই অগ্নুৎপাতের কারণে স্বাস্থ্যখাত ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password