ভারতের ৪ গ্রাম বাংলাদেশের অধীনে আসতে চায়

ভারতের ৪ গ্রাম বাংলাদেশের অধীনে আসতে চায়
MostPlay

দীর্ঘদিন ধরে ভারতের সরকারি সুযোগ সুবিধা না পেয়ে বাংলাদেশের অধীনে আসতে চাইছে দেশটির সীমান্তবর্তী রাজ্য মেঘালয়ের চারটি গ্রাম।রাস্তা নাই, মোবাইল সেবা নাই, উন্নত চিকিৎসা নাই, তাই বাংলাদেশে চলে আসার দাবি জানাচ্ছে সীমান্তবর্তী মেঘালয়ের চারটি গ্রামের মানুষ।হিংগড়িয়া, হুরোই, লেহালিন ও তেজরি গ্রামের আদিবাসীদের অভিযোগ, রামবায়-বাতাও ভায়া সোনাপুরের ওই রাস্তা নির্মাণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তারপরেও সরকারের কোনো হেলদোল নেই। বেহাল রাস্তার জন্য মানুষের জীবনযাত্রা মান অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নের ছিঁটেফোঁটা নেই বলেও তাদের অভিযোগ।

না আছে রাস্তা, না মোবাইল যোগাযোগ। এমনকী ভালো চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন তা ওই চার গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। পরিস্থিতি এতটাই খারাপ যে বাংলাদেশের উপরেই নির্ভর করতে হতে পারে বলেও মনে করে আদিবাসীরা। চার গ্রামের আদিবাসীদের মুখপাত্র কিনজাইমন আমসে বলেন, সরকারের কাছে সীমান্তবর্তী মানুষদের জীবনের কোনো মূল্য নেই। শুধুমাত্র ভোটের জন্যেই আমাদের ব্যবহার করা হয়।

সরকার যদি আমাদের ভারতীয় হিসাবে বিবেচনা করে তবে অবশ্যই আমাদের সমস্যাকে গুরুত্ব দিতে হবে। যদি তা না হয় তবে মানুষের চরম পদক্ষেপ গ্রহণ করা ছাড়া উপাই নেই।জানা গেছে, ওই আদিবাসীরা বাংলাদেশ সরকারের কাছে রাস্তা নির্মাণের জন্য জন্য অনুরোধেরও সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password