২ হাজার কোটি টাকার ক্ষতি!

২ হাজার কোটি টাকার ক্ষতি!
MostPlay

শুরুতে দর্শক টানলেও করোনাভাইরাসের কারণে ফ্লপের কবলে পড়তে যাচ্ছে টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'বাঘি-৩'

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনাভাইরাস। এরই মধ্যে করোনাকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে বিভিন্ন দেশে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। স্থবির হয়ে পড়ছে জনবীবন। করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিশ্ব চলচ্চিত্র শিল্পেও। পিছিয়ে দেওয়া হচ্ছে একের পর এক চলচ্চিত্র মুক্তির তারিখ, বন্ধ রাখা হচ্ছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজিগুলোর শুটিং। কোটি টাকার প্রচারণা করেও শেষ মুহূর্তে মুক্তি দেওয়া হচ্ছে না 'মুলান', 'দ্য অ্যামেজিং রেস', 'সনিক দ্য হেজহগ', 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস', অনওয়ার্ড, 'আ কোয়াইট পেস্নস পার্ট-২' ও 'নো টাইম ডু ডাই'র মতো ছবি। আর মুক্তি পাওয়া ছবিগুলোর বক্স অফিস কালেকশন দেখে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন নির্মাতা ও প্রযোজকরা। এছাড়া বাতিল হয়েছে বেশকিছু চলচ্চিত্র উৎসব, অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও তারকা সফর। এর ফলে বিশ্ব চলচ্চিত্র শিল্পে কমপক্ষে দুই হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

এরই মধ্যে 'মিশন ইমপসিবল' ছবির কাজ থামিয়ে রাখা হয়েছে করোনার কারণে। এই ছবির শেষ তিন সপ্তাহের শুটিং হওয়ার কথা ছিল ইতালির ভেনিসে। কিন্তু ইতালিতে সম্প্রতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় শুটিং স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। ধারণা করা হচ্ছে এতে ছবি মুক্তির তারিখও পিছিয়ে যাবে। এতে প্রোডাকশন খরচ বেড়ে যাবে কয়েকগুণ। একই ঘটনা 'সনিক দ্য হেজহগ' চলচ্চিত্রটির ক্ষেত্রে। ভাইরাসের কারণে চীনে বাজারে সিনেমাটি মুক্তিই দিতে পারেনি নির্মাতা-পরিবেশকরা। ডিজনির লাইভ-অ্যাকশন সিনেমা 'মুলান' ছবিটিও চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। চীনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চীনা-আমেরিকান অভিনেত্রী লিউ ওয়াইফেই, চীনা সুপারস্টার জেট লি ও ডনি ইয়েন।

এদিকে বিশাল বাজেটের প্রচারণা করেও শেষ মুহূর্তে মুক্তি দিতে পারছে না ড্যানিয়েল ক্রেগ অভিনীত বহুল প্রতীক্ষিত জেমস বন্ড সিনেমা 'নো টাইম টু ডাই'। আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির মুক্তির নতুন দিন নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৫ নভেম্বর। জেমস বন্ড রূপে ড্যানিয়েল ক্রেগের শেষ সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি দর্শক-ভক্ত। এ ছবিটির পরিচালক সম্প্রতি হলিউড রিপোর্টারকে জানায়, 'নো টাইম টু ডাই' নিয়ে প্রচারণা এভাবে ভেস্তে যাবে ভাবতে পারিনি। তবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে মুক্তির দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে।' জানা গেছে নো টাইম টু ডাই প্রচারণায় খরচ হয়েছে অর্ধ শত কোটি টাকা। এদিকে আসছে জুনে মুক্তি পাবার কথা থাকলেও পিছানো হয়েছে বড় বাজেটের সিনেমা স্কুবি ডু অ্যাডভেঞ্চার সিরিজের 'স্কুব' এবং 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪'। এই দুটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। এছাড়া মুক্তির সময় পিছানোয় ইতিমধ্যে এ ছবির প্রযোজককে লোকসান গুনতে হচ্ছে প্রায় ৩ কোটি ডলার।

করোনাভাইরাসের ধকল যাচ্ছে বলিউডেও। বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক তারাণ আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, 'করোনার প্রভাবে কমপক্ষে পাঁচশ কোটি রুপি লোকসানের কবলে পড়তে পারে বলিউড।' সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমাগুলোর বক্স অফিস কালেকশনের দিকে তাকালে এর সত্যতা অনুমেয়। 'বাঘি ৩', 'থাপ্পড়', ও 'লাভ আজকাল' ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক মাতামাতি করলেও করোনার ভয়ে প্রেক্ষাগৃহে কম আসছেন। ফলে সিনেমার বাণিজ্যে বড়সড় ধাক্কা লেগেছে। অপরদিকে এলোমেলো হয়ে গেছে বেশ কিছু সিনেমার শুটিং। আজারবাইজানে সালমান খানের 'রাধে' ছবির গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং ছিল। করোনাভাইরাসের ভয়ে সে শুটিং বাতিল করা হয়েছে। 'রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে সালমানের নায়িকা দিশা পাটানি। বড় আয়োজনের 'তখত' ছবির শুটিং হওয়ার কথা ছিল ইউরোপের বিভিন্ন দেশে। আপাতত সেসব মাথা থেকে ঝেড়ে ফেলেছেন পরিচালক করণ জোহর। অক্ষয় কুমারের 'বেল বটম' ছবির দৃশ্য ধারণের কথা লন্ডনে থাকলেও আপাতত বাদ।

একই চিত্র বাংলাদেশি চলচ্চিত্রাঙ্গনেও। সম্প্রতি মুক্তি পেয়েছে তিনটি ছবি। 'শাহেনশাহ', 'চল যাই' ও 'হলুদ বনি' শিরোনামের চলচ্চিত্রগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। হলমালিকদের মতে, করোনার ভয়ে সবাই লোকসমাগম এড়াতে চাইছেন। ফলে প্রেক্ষাগৃহে ভিড় দেখা যায়নি। এতে সিনেমা বাণিজ্যে খারাপ প্রভাব পড়েছে। অপরদিকে মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোও শেষ মুহূর্তে এসে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের জন্য এফডিসিতে সেট নির্মাণ করেও শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে দেশের বেশকিছু শো ও সিনেমা হল। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রাঙ্গনের মতো দেশের চলচ্চিত্র শিল্পেও এর প্রভাব অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

মন্তব্যসমূহ (০)


Lost Password