স্কুলশিক্ষকের ঘরে ‘বসত করে’ ১৭টি সাপ

স্কুলশিক্ষকের ঘরে ‘বসত করে’ ১৭টি সাপ
MostPlay
কী ভয়ঙ্কর ব্যাপার! মানুষের বসতঘরেই ‘বসত করে’ ছোটবড় ১৭টি দারাজ সাপ! যে ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন এক স্কুলশিক্ষক। ওই ঘরের একটি সাপ মারার পর একে একে বাকি সাপগুলো বের হয়ে আসে।পরে সেগুলোও মারা হয়। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঘড়িয়া গ্রামের আবদুল মজিদের বাড়িতে।

স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ বিডিটাইপকে বলেন, পাঁচদিন আগে রাতে আমি সোফায় বসে ছিলাম। এ সময় দেখি একটি বিশাল আকৃতির সাপ দরজা দিয়ে ঘর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে।তিনি আরও বলেন, ‘ভয়ে ভয়ে সেই সাপটি মেরে ফেলি। পরে একই ঘরে শনিবার সন্ধ্যার পর দেখি খাটের কাছে কী যেন জলজল করছে। টর্জ লাইট দিয়ে দেখি আরেকটি সাপ। সেটিও মারি।’

তিনি আরও বলেন, ‘রোববার ঘরের মেঝে ভেঙে এবং খাট-আসবাবপত্র সরানোর পর গর্তে ছোটবড় আরও ১৫টি সাপ পাওয়া যায়। সারাদিন সাপগুলো এলাকার লোকজন নিয়ে মারা হয়েছে।’‘একটি সাপ প্রায় ৬ ফুট লম্বা ছিল। বাড়ির আশপাশের লোকজন বলছেন এ ঘরে আরও সাপ আছে। আমরা খুবই ভয়ে আছি। এখন অন্য ঘরে থাকছি’ বলেন তিনি।

আবদুল মজিদ বলেন, আমার পাশের বাড়িতে একই পরিবারের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার সঙ্গে যোগ হয়েছে আবার সাপের ভয়। মহাবিপদে আছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password