রংপুরে কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা শিশু হাসপাতালকে

রংপুরে কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা শিশু হাসপাতালকে
MostPlay

সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় সন্দেহজনক ব্যক্তিদের জন্য কোয়ারেন্টাইন স্থান হিসেবে ঘোষণা করেছে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে গঠন করা হয়েছে ১২ সদস্যের মেডিকেল টিম। তাদের রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়।অপরদিকে যারা সন্দেহ নিয়ে ভর্তি হবেন তাদেরকে রাখা হবে উদ্বোধনের অপেক্ষায় থাকা রংপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। এজন্য শিশু হাসপাতাল পরিষ্কার এবং সেখানে সাইনবোর্ড এবং প্রয়োজনীয় নির্দেশনা টাঙ্গানো হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম জানান, করোনাভাইরাস মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন বিভাগটি আছে সেখানে পাঁচটি বেড আছে। অন্যদিকে ১০০ শয্যার শিশু হাসপাতাল থেকে স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। যারা সন্দেহভাজনভাবে ভর্তি হবেন তাদেরকে এই হাসপাতালেই রাখা হবে।

তিনি বলেন, সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব।

মন্তব্যসমূহ (০)


Lost Password