যে ফ্যান চালালে ঘরে আসবে না মশা

যে ফ্যান চালালে ঘরে আসবে না মশা
MostPlay

স্মার্টফোন আর স্মার্টটিভির পর এবার বাজারে এল স্মার্ট সিলিং ফ্যান। খুব চেনা ও নামি কোম্পানি LG এমন একটি সিলিং ফ্যান লঞ্চ করেছে যা অনান্য ফ্যান থেকে অনেকটাই আলাদা।

এই ফ্যানে রয়েছে ইনস্ট্যান্ট অফ থিংস (IoT) সাপোর্ট। এর ফলে বড় ঘরেও সমান এয়ার ফ্লো দেয়। এই ফ্যানে রয়েছে ডুয়াল ওয়িং ফ্যান ব্লেড। এছাড়াও এই ফ্যানে আপনি পেয়ে যাবেন এলইডি ডিসপ্লে।

এই ফ্যানের ভিতরে রয়েছে অ্যাডভানস ইনভার্টার মোটর, এর ফলে এই ফ্যানের সেফটি, ডিউরেবিলিটি আর রিলায়বিলিটি অনেক বেশি।

 



এই ফ্যানে রয়েছে Mosquito Away নামের একটি বিশেষ টেকনোলোজি। এর ফলে আপনার রুমে কোনও মশা থাকবে না।

এছাড়াও এই ফ্যানে দেওয়া হয়েছে স্পিড মোড, যাতে রাতে আপনি ঘুমিয়ে গেলে আপনার রুমের টেম্পারেচারের হিশাবে ফ্যান স্পিড অ্যাডজাস্ট করে নেবে। আপনাকে ঘুম থেকে উঠে আর ফ্যানের স্পিড কমাতে বা বাড়াতে হবে না।

২ বছরের ওয়ারেন্টির সঙ্গে আসে এই ফ্যানটি। জুলাই মাসেই সিলিং ফ্যান সেগমেন্টে এন্ট্রি করেছে LG। 5 IoT সাপোর্ট থাকবে এমন ফ্যান লঞ্চ করেছে LG। এই ফ্যানটি WiFi-এর সঙ্গে আসে, তাই এটি অ্যামাজন অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট-কেও সাপোর্ট করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password