বিপিএলে এমন ইতিহাস একমাত্র ক্রিকেটার সৌম্য সরকারের! ব্যাট হাতে ৩০০+, বল হাতে ১০+ উইকেট

বিপিএলে এমন ইতিহাস একমাত্র ক্রিকেটার সৌম্য সরকারের! ব্যাট হাতে ৩০০+, বল হাতে ১০+ উইকেট
MostPlay

স্পোর্টস ডেস্ক: বিপিএলে এমন ইতিহাস একমাত্র ক্রিকেটার সৌম্য সরকারের! বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে অলরাউন্ডার পারফরমেন্স দেখিয়েছেন জাতীয় দলের ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার। ব্যাট হাতে বিপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি সৌম্য সরকারের। কিন্তু নিয়মিতই বল হাতে দুর্দান্ত করেছেন তিনি।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লার হয়ে খেলেছেন সৌম্য সরকার। বিপিএলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারের দলকে। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকেই বিপিএল শেষ করেছে তারা। তবে বিপিএলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই চমৎকার করেছেন সৌম্য সরকার।

বিপিএলের গ্রুপ পর্ব শেষে একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৩০০+ এবং বল হাতে ১০+ উইকেট নিয়েছেন সৌম্য সরকার। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট হাতে রান সংগ্রহের তালিকায় ১১ তম স্থানে রয়েছেন সৌম্য সরকার। ১২ ম্যাচে ৩৩.১০ গড়ে ১৪০.২৫ স্ট্রাইক রেট ৩৩১ স্থান করেছেন সৌম্য সরকার। রয়েছে দুটি হাফ সেঞ্চুরি।

এক ইনিংসে সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮* রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ও চমৎকার করেছেন সৌম্য সরকার। বিপিএলে উইকেট সংগ্রহ তালিকায় নবম স্থানে রয়েছেন সৌম্য সরকার। ১২ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (১)

  • জীবন বৈদ্য

    4 years ago

    সৌম্য সরকার very my like আশিবাদ করি আর জেন ভাল ফার্মেমস করতে পারেন


Lost Password