বিকাশের অভিনব প্রতারণা!

বিকাশের অভিনব প্রতারণা!
MostPlay

বাংলা একাডেমি প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র পক্ষ থেকে মুজিববর্ষে জাতির পিতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নজরুল মঞ্চে সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশ্যে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়।



‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ছবি, পত্রিকার সংবাদ, বাঙালির মুক্তির সনদ ৬ দফা ও বঙ্গবন্ধুর উপর রচিত বই দিয়ে একটি ইন্সটলেশন আর্ট হিসেবে সাজানো হয়। ক্রমেই যখন বঙ্গবন্ধু কর্নার দর্শনার্থিদের আকর্ষণে পরিনত হচ্ছে ঠিক এই সময় বিকাশ আমাদের ডিজাইনে ‘সহযোগিতায় বিকাশ’ বোর্ড টানিয়ে দেয়। আমাদের ছবির ফ্রেম এবং সাদা রঙ যেভাবে দেয়া, সেই অনুরূপ বোর্ড তারা দেয়। যে কেউ দেখলেই ভাবতে পারে যে এই বঙ্গবন্ধু কর্নারের স্টলটি বিকাশের সহযোগিতায় করা হয়েছে। এটি আমাদেরর জন্য অত্যন্ত লজ্জার। সব জায়গায় বাণিজ্য করতে করতে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কর্নারের মতো জায়গায় অনৈতিক ও অবৈধভাবে তারা সাইনবোর্ড টানায়!



এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের এর জবাবদিহিতা করতে হবে! ওরে বাটপার!

সাদ বিন কাদের চৌধুরীর ফেসবুক থেকে পাওয়া

মন্তব্যসমূহ (০)


Lost Password