ফার্মেসির ওষুধের মেয়াদ শেষ ১ বছর আগে!

ফার্মেসির ওষুধের মেয়াদ শেষ ১ বছর আগে!
MostPlay

চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেইট এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুই নম্বর গেইটের সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, ওষুধ আইন-১৯৪০ লঙ্ঘনের দায়ে দুই ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অবৈধ ফুড সাপ্লিমেন্ট, ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড বিদেশি ওষুধ এবং ১ বছর আগে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে হক মেডিকোকে ৩০ হাজার এবং মেসার্স সান্স ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ওষুধ তত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০

মন্তব্যসমূহ (০)


Lost Password