নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ; জনতা-পুলিশ সংঘর্ষে উত্তরপ্রদেশে নিহত ৬

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ; জনতা-পুলিশ সংঘর্ষে উত্তরপ্রদেশে নিহত ৬
MostPlay

নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনতা-পুলিশ সংঘর্ষে গতকাল শুক্রবার সারা দিন ধরে তাণ্ডব চলেছে ভারতের উত্তরপ্রদেশের অন্তত ২০টি জেলায়।

যোগী আদিত্যনাথের রাজ্যে এ দিন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন ৬ জন। রাজ্য পুলিশের ডিজি ওপি সিংহ জানান, বিজনৌরে নিহত হয়েছেন দু’জন, সম্ভল, ফিরোজাবাদ ও মেরঠে এক জন করে। কানপুরেও এক জনের মৃত্যুর কথা জানান অন্য কর্তারা।

ডিজি-র দাবি, পুলিশ আজ একটিও গুলি চালায়নি, কাজেই এরা কেউ পুলিশের গুলিতে মারা যাননি। আর এক পুলিশ অফিসারের দাবি, গুলি চললে তা প্রতিবাদীরাই চালিয়েছে।

যদিও ক্যামেরা এই কথা বলছে না। একাধিক ছবিতে রীতিমতো বন্দুকে নিশানা করতে দেখা গিয়েছে পুলিশকে। ভিডিওতেও শোনা গিয়েছে গুলির শব্দ। 

মন্তব্যসমূহ (০)


Lost Password