আবারও ফেটেছে গ্যাস সিলিণ্ডার

আবারও ফেটেছে গ্যাস সিলিণ্ডার
MostPlay

আবারও ফেটেছে গ্যাস সিলিণ্ডার। এবার একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন এই ঘটনায়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক আটটায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের সয়দাবাদের একটি বাসায়। দগ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো এই সিলিণ্ডার ফাটার কারণ সম্পর্কে কিছু জানা যায় নি।

উল্লেখ্য, জেনে নিন গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যা করতে হবে। রান্না শেষে চুলা ও এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ অবশ্যই বন্ধ করুন। সিলিন্ডার কোনোভাবেই চুলার বা আগুনের পাশে রাখবেন না। ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিন এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন।

চুলা থেকে যথেষ্ট দূরে, বাতাস চলাচল করে এমন স্থানে এলপিজি সিলিন্ডার রাখুন। রান্না শুরু করার আধা ঘণ্টা আগে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিন। রান্নাঘরের উপরে ও নিচে ভেন্টিলেটর রাখুন। গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ্বালাবেন না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করবেন না। চুলা সিলিন্ডার থেকে নিচুতে রাখবেন না। কমপক্ষে ৬ ইঞ্চি উপরে রাখুন।

মন্তব্যসমূহ (০)


Lost Password